
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল সহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
লাল দর্পণ।। বহুল -আলোচিত লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) ও তার সহযোগী সাবেক পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা কামরুলকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে হাতীবান্ধা থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তার সহযোগী মোঃকামরুল হাসান (৩২) পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জয় বাংলা ব্রিগেড এর সক্রিয় সদস্য। কামরুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সরদার পাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানান, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় গত বুধবার রাতে লালমনিরহাট ডিবি পুলিশের ওসি সাদ আহমেদের নেতৃত্বে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ ও ধানমন্ডি থানার সোবাহানবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ০৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আবু বকর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী মোঃ কামরুল হাসান বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং জুম প্লাটফর্ম ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন।
এ ব্যাপারে লালমনিহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, ডেভিল হান্ট কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত শ্যামল ও তার সহযোগী ০৫ আগস্ট ২০২৪ এর পর আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। তাদের নামে হাতীবান্ধা ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।