আশিক ইসলাম, রাবি।। হেমন্তের পড়ন্ত বিকেল। বাতাসে হিম হিম স্পর্শ। সূর্য ডোবার আগেই কুয়াশার হিমেল পরশ। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তার দানা। হাত বুলালেই প্রশান্তির আমেজ। হিমেল হাওয়া প্রাণে জাগাচ্ছে শিহরণ। জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত। আর শীতকে উপভোগের জন্য বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আয়োজন। কেউবা প্রিয়তমার কাঁধে মাথা রেখে […]
