লাল দর্পণ।। লালমনিরহাট জেলা শহরের খোর্দ্দসাপটানা এলাকার জেলখানা রোডস্থ একটি কালভার্টের একহাটু পানির নিচ থেকে উদ্ধার হয়েছে ১০০০ টাকার নোট সদৃশ্য ৬৬ বান্ডিল লাকী কুপন। ১৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এক ব্যাক্তি মাছ ধরতে গিয়ে সাথী সংঘের নামে ছাপানো এ কুপ গুলোর কিছু ছেড়া অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ […]
