এবিএস রনি, যশোর।। যশোর সদরের গাওঘরা গ্রাম থেকে ৬০টি বিষধর সাপের ডিম উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন কর্মকর্তা মো: হাফিজুর রহমান ঢাকা থেকে এসে ওই ডিমগুলি উদ্ধার করে। জানা গেছে, ওই গ্রামের আসাদুল ইসলাম রোববার গ্রামের মাঠে তার জমির আইলে লাগানো গাছ শ্রমিক দিয়ে কাটছিল। এ সময় গাছের শেকড়ের নিচ থেকে ৫৫টি বড় […]
