জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।। যশোরের ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের ডিম বিক্রেতা সেই শতবর্ষী মনছোপ আলী এবং তার বোন নবীসনকে অবশেষে সরকারি বয়স্ক ভাতার আওতায় আনা হলো। তাদের বৃদ্ধ বয়সের নড়বড়ে হাতে তুলে দেওয়া হলো ভাতার কার্ড। ৫ এপ্রিল সোমবার দুপুরে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের হাত দিয়ে এ ভাতার কার্ড তুলে দেন উপজেলা সমাজ […]
