লাল দর্পণ।। বন্যায় কলাগাছের ভেলা ছিল বন্যা কবলিত অঞ্চলের একমাত্র বাহন। কলার বাকলে চড়ে টেনে হিচড়ে নিয়ে খেলা করেছে দুরন্ত শিশুরা । সেই কলা গাছের বাকল থেকে সূতা তৈরি করে এখন ব্যবহৃত হচ্ছে হস্ত শিল্পের কাজে। তৈরি হচ্ছে ব্যাগ, ভ্যানেটি ব্যাগ , খেলনা, শো-পিছ। বগুড়ায় তৈরি এই সব রফতানি যোগ্য পণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। […]
