মোঃ আব্দুর রাজ্জাক।। পাচারকারী চক্রের গাড়ীর জানালা ভেঙ্গে পালিয়ে রক্ষা পেল মোঃ নীরব (১১)। ২২ মার্চ সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ ঘটনা ঘটে। নীরব কালীগঞ্জ উপজেলার ৭ নং চলবলা ইউনিয়নের শিয়াল খাওয়া পারঘাট এলাকার মোঃ মুর্শিদ রানার ছেলে। জানা যায়, পলাশী হামিদুন্নেছা আলিমুল মাদ্রাসার ছাত্র নীরবকে আসরের নামাজের পর মাদ্রাসা […]
