আব্দুর রাজ্জাক।। আম্র মুকুল মৌ মৌ ঘ্রাাণ /আকুল করে প্রাণ -কবির এ অনুভূতির বাস্তব চিত্র পাওয়া গেল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায়। বসন্তের আগমনের আগাম বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন গাছের পাতা ঝড়ে পড়তে শুরু করেছে। পাতা ঝড়া শেষ হলেই বসন্তের রুপে নানা রঙ্গের ফুল পাতা ঝড়া গাছগুলোকে আবার রাঙিয়ে তুলবে। ফুলের নানা বাহারি রঙ […]
