এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি।। শীত মানেই রস গুড় পিঠাপুলির সমাহার। গ্রামীণ জীবনযাত্রায় পিঠা পুলি পায়েসের জৌলুস আজো টিকে আছে। নাগরিক জীবনে কিছুটা হলেও ভাটা পড়েছে। হালে শহরে নান্দনিক পিঠা উৎসব অন্যরকম মাত্রা যোগ করেছে। নানা প্রতিষ্ঠানের ব্যানারে শেকড়ের গল্পটাকে নতুন করে, নতুনভাবে উপস্থাপনার অংশই হচ্ছে পিঠা উৎসব। ঐতিহ্যটা ধরে রেখেছে শহরের সাংস্কৃতিক সংগঠনগুলো। যশোরের […]
