লাল দর্পণ ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২১ আগস্ট মঙ্গলবার পবিত্র ঈদু আযহা উদযাপিত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের মুন্সিপাড়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদু আযাহার নামাজ পরিচালনা করেন মাওলানা ইমান আলী। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রাহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদে এসে […]
