লাল দর্পন।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মসুর দৌলজোর (মদনপুর) এলাকার সুদাংশু রায়ের স্ত্রী শ্রীমতী ছবিতা রানী (৩৫) কে একই এলাকার মৃত সামাদ (খলিফা) এর পুত্র চান মিয়া (৪৮) কম্পিউটারের মাধ্যমে অশ্লিল ছবির ভয় দেখিয়ে যৌন সম্পর্কের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শ্রীমতী ছবিতা রানী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আদিতমারী […]
