লাল দর্পণ ।। ২১ জুলাই শনিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন কাকিনায় ৮ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেলসহ দু’জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুুলিশ । আটককৃতরা হলেন রংপুরের শালবন এলাকার ধীরেন্দ্র নাথ এর পুত্র এ্যাডভোকেট ভুপতি সাহা এবং শালবন মিস্ত্রিপাড়ার রফিক মিয়ার পুত্র ভাংরী ব্যবসায়ী শাহ আলম। কালীগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে […]
