শৌর্য দীপ্ত সূর্য ।। তমিজ উদ্দিন প্রামানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে ১৯৪০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম সয়েফ উল্লাহ প্রামানিক, দাদার (পিতামহ) নাম সহর উল্লাহ প্রামানিক, মাতার নাম তমিজন নেছা এবং স্ত্রীর নাম রেজিয়া খাতুন। তমিজ উদ্দিন ছোট বেলা থেকেই দুরন্ত স্বভাবের ছিলেন। তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন। […]
