এবিএস রনি, শার্শা (যশোর): যশোরের বেনাপোল স্থল বন্দরের ভারভীয় ট্রাক টার্মিনালে আগুন লেগে প্রায় শত কোটি টাকার আমানিকৃত পন্য ভস্মিভ‚ত হয়েছে। ৩ জুন রবিবার সেহরির সময় আমদানিকৃত পন্যের গাড়িতে আগুন লাগে। এসময় গাড়িতে থাকা তুলা, সুতা, পেপার এবং মোটর সাইকেলের কয়েকটি গাড়ির কার্টুনসহ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুন লাগার পরপরই বেনাপোল ও ঝিকরগাছার দুটি ফায়ারসার্ভিস […]
