
আশিক ইসলাম, রাবি প্রতিনিধি।। রাকসু নির্বাচনে গঠনতন্ত্র জমা দিয়েছে স্টুডেন্ট রাইট এসোসিয়েশন (এসআরএ)। ১১ফেব্রæয়ারি সোমবার ১২টায় ছাত্র সংসদ নির্বাচন সংলাপ কমিটির সাথে স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশনের (এসআরএ) সৌজন্য সাক্ষাৎকালে গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দিয়েছে সংগঠনটির আহŸায়ক এ.কে.এম সাকিব।
এসময় সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাসহ রাকসু নির্বাচনের সকল ছাত্র সংগঠনের স্ব স্ব অবস্থান নিশ্চিত বিষয়ে কথা বলেন রাবি প্রক্টরের সাথে। এরপর বিশ্বদ্যিালয় সহকারী প্রক্টর এবং রাকসু নির্বাচন সংলাপ কমিটির সদস্য সচিব আবু সাঈদ নাজমুল হায়দারের হাতে সংগঠনের গঠনতন্ত্র ও কমিটির তালিকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, সহকারী প্রক্টর রবিউল ইসলাম, সংগঠনটির সদস্য রাশেদ রাজন, সারওয়ার সাব্বির, মাজহারুল ইসলাম, মিরাজ ইসলাম, রিপন মাহমুদ, সোহানুর রহমান, নুসরাত জাহান, ফারহানা সুলতানা, ইনসানা ইতি প্রমুখ।