
রাবি প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার এ বৃহৎ ক্রীড়া উৎসবের উদ্ধোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাবিতে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় রাবির শেখ কামাল স্টেডিয়ামে ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। এছাড়াও সভাপতিত্ব করবেন রাকসু-র কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবারের এ ক্রীড়া উৎসবে এ্যাথলেটিকস, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও বাস্কেটবলের ১১৪টি ইভেন্টে ১৭টি দলের প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশ নিবে। আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।