
লাল দর্পণ ।। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ¦ মাসের চাঁদ দেখা গেছে। ২২ আগস্ট বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট রবিবার বাদ মাগরিব ধর্ম বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর মন্ত্রী মতিউর রহমান এ ঘোষণা দিয়েছেন।
মন্ত্রী বলেন, রবিবার বাংলাদেশের আকাশে জিলহজ¦ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ আগস্ট। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আনিসুর রহমান।
এর আগে সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র জিলহজ¦ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২০ আগস্ট সোমবার পবিত্র হজ¦ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালিত হবে।