
স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটে ২টি বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় ১৪ হাজার মানুষ। ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর।
জানা যায়, লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের সরেয়ারতল ঘাট ও ময়দানের ঘাট এর আশপাশের ৪ গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাকো ২টির উপর দিয়ে যাতায়াত করে আসছেন। লালমনিরহাট সদর উপজেলা কার্যালয় থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি কৃষি ও মৎস্যে সমৃদ্ধ। এলাকাটি অনুন্নত মূলত: উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে। এখানকার বাসিন্দারা প্রধানত দু’টি স্থান দিয়ে যাতায়াত করে থাকেন। একটি সরেয়ারতল ঘাট হয়ে ধাইরখাতা দিয়ে, আরেকটি ময়দানের ঘাট হয়ে ভিতরকুটি বাঁশপচাই বিলুপ্ত ছিটমহল দিয়ে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আইন শৃঙ্খলা বাহিনীও সময়মতো এ এলাকায় পৌঁছতে পারেন না। তাছাড়া এ এলাকার অধিবাসীরা জরুরী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যেতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবী শিবেরকুটি গ্রামের রতœাই নদীর উপর ২টি ব্রীজ নির্মিত হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার যথেষ্ট উন্নয়ন ঘটবে এবং জরুরী চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্কুল যাতায়াতের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।