
লাল দর্পণ।। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তা চরে জনতার সমাবেশ আয়োজন করা হয়েছে। ২দিন ব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত সমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী মাঠ থেকে লালমনিরহাট শহরে জনতার পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে।
জনতার এ পদযাত্রায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশাজীবী কৃষক, শ্রমিক ছাত্র-জনতা, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার সহ সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।