
স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক বিরোধী অভিযানে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে ১ মাদক ব্যবসায়ী।
পুলিশ সুত্রে জানা যায়, ২৬ মে শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার রমনীগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের বাঁশঝাড় এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। ওই সময় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেঁচা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইটপাটকেল ও পাথর নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক ইসরাফিল আলম, কনস্টেবল আবুল হোসেন ও সাইদুর রহমান আহত হন। এসময় পুলিশ শর্ট গানের গুলি ছুড়লে নূর হাই নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে গ্রেফতার করলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নূর হাই উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৩৫ পিস ইয়াবা ও লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।