
লাল দর্পণ।। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল মিয়া (৩৪) নামে পোলার আইসক্রিম কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন।
১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধার সুচনা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া লালমনিরহাট শহরের বত্রিশ হাজারী তালুক খুটামারা চওড়াটারী এলাকার শমসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে পোলার আইসক্রিমের পন্য নিয়ে তিনি বড়খাতার দিকে যাচ্ছিলেন। হাতীবান্ধার সূচনা চত্বরে পৌঁছলে বুড়িমারী থেকে আসা একটি পন্যবোঝাই ট্রাকের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সোহেল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছিন্নভিন্ন মস্তক সহ মৃতদেহ উদ্ধার করেন। এ সময় সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ থাকলেও প্রায় একঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মোহাম্মদ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। মটরসাইকেল আরোহীর দেহ থেকে মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। পরে আমরা সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেই।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুনবী জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মোটরসাইকের আরোহীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রযেছে।