হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের ৩ বছরের কারাদন্ড

লাল দর্পণ।। সম্পদের হিসাব দাখিল না করার মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের ৩ বছরের কারাদন্ড ও ২০ লাখ টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
জানা যায়, ১১ জুলাই বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো: আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারে থাকা জেসমিন ইসলামকে আদালতে হাজির করা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে অর্থদন্ডের ২০ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।
এ মামলায় আদালত ৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করে। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলা পরিচালনা করেন। আসামীপক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।
দুদকে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন রমনা থানায় এ মামলাটি দায়ের করেছিলেন। ২০১৪ সালের ২২ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করেন। পরে ২০১৬ সালের ১৭ ফেব্রæয়ারি আদালত চার্জগঠন করে আসামির বিচার শুরু করে। দন্ডিত জেসমিন ইসলাম হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী। তারা উভয়ই হলমার্কের ঋণ কেলেঙ্কারি মামলারও আসামি।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম