
লাজু মিয়া।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করে মরদেহের মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়েছেন স্বামীসহ পরিবার। ১ আগস্ট রোববার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।
২ আগষ্ট সোমবার সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ সময় শ্বশুর আজিজারকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় শফিকুল ইসলামের। তাদের সংসারে কিরণবালা নামের এক মেয়ের জন্ম হয়। রোববার বিকেলে কিরণবালা বাড়ির উঠানে পায়খানা করে। কিন্তু তা পরিষ্কার করতে দেরি হওয়ায় মর্জিনাকে গালমন্দ করেন তার শাশুড়ি ও দেবর। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়।
ওই দিন সন্ধ্যায় আবার বাগবিতন্ডা শুরু হলে মর্জিনার স্বামী শফিকুল ইসলাম মর্জিনাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। মরদেহ বাড়িতে ফেরত নিয়ে গিয়ে তার মুখে বিষ ঢেলে দিয়ে সবাই পালিয়ে।
খবর পেয়ে মর্জিনার বাবা মজিবর রহমান কালীগঞ্জ থানায় মেয়েকে হত্যার অভিযোগ করেন। তিনি বলেন, আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে বাড়ির সবাই পালিয়েছে। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।
কালীগঞ্জ থানার ওসি বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনকভাবে মর্জিনার শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।