স্বপ্নের হুইল চেয়ার পেলেন ১০৫ বছর বয়সী বৃদ্ধা নবীছন বিবি 

জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।। স্বপ্নের হুইল চেয়ারের শেষ ইচ্ছা পূরণ হলো ১০৫ বছর বয়সী বৃদ্ধা নবীছন বিবির। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মৃত করিম বক্স গাজীর স্ত্রী।

২২ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার সময় দেশসেরা  উদ্ভাবক মিজানুর রহমানের সহযোগিতায় তিনি এই স্বপ্নের হুইল চেয়ার পান।

২০ মার্চ শনিবার নবীছনের ছোট ভাই ১০২ বছর বয়সী মনছোপ আলীকে নিয়ে ফেইসবুকে লাইভ করেন উদ্ভাবক মিজানুর রহমান।নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক মহোদয়ের নির্দেশে মনছোপ আলীর বাসায় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তিনি।

সেখানে দেখা মেলে এই শত বছর পার করা নবীছন খাতুন নামের বৃদ্ধ মায়ের সাথে।উদ্ভাবক মিজান সেই মাকে নিয়েও একটি ফেইসবুক লাইভ করেন।লাইভটি ব্যাপক ভাবে সাড়া ফেলে নেট দুনিয়ায়।তারই ধারাবাহিকতায় প্রবাসী রাশেদ আহমেদের আর্থিক সহযোগিতায় ও উদ্ভাবক মিজানের উদ্যোগে বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এসময় উদ্ভাবক মিজান বলেন, পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনা আর নিয়েও যাবেনা। তাই আসুন আমাদের সমাজে যারা অবহেলিত অসহায় মানুষগুলা আছেন যার যার অবস্থান থেকে তাদের পাশে গিয়ে দাড়াই।যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে সহযোগিতা করছেন সকল প্রবাসীদের ভালবাসা কৃতজ্ঞতা প্রকাশ  করছি।

এসময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন,  সাংবাদিক জিল্লুর রহমান, হাসানুল কবীর, জসিম উদ্দিন, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম