
লাল দর্পণ।। লালমনিরহাট ২ আসনের সাংসদ, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও কালীগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান আহমেদ গ্রেফতার হয়েছেন।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার রংপুর মহানগরের জুম্মাপাড়ার জনৈক জুয়েলের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট, রংপুর ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত তিনি। তাকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল।
এর আগে নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী হোসনে আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বিজ্ঞ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতারের অভিযান শুরু হয়। পরে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হন।
গ্রেফতারের পর তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।