
লাল দর্পণ।। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরে মাহমুদুল হাসান হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবী রানী চৌধুরী এ আদেশ দেন।
জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে রংপুরে কোতোয়ালি থানা থেকে প্রিজন ভ্যানে করে নুরুজ্জামান আহমেদকে আদালতে নেয়া হয়। আদালতে মাহমুদুল হাসান হত্যার ঘটনা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান আহমেদের ১৫ দিনের রিমান্ড চাওয়া হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট’ ২০২৪ তারিখে রংপুর সুপার মার্কেট সংলগ্ন এলাকায় মাহমুদুল হাসান নিহত হন। নুরুজ্জামান আহমেদ এ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।