
লাল দর্পণ।। ১৭ আগস্ট শুক্রবার বেলা ১১টায় লালমনিরহাট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ’ পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এলজিইডি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ’ পত্রিকার বর্ষপূতি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মমিনুল হক।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ওয়ালিউর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজ আলম, সাংবাদিক আশরাফুল আলম দৌলত সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।