সমাজকল্যাণ সচিব কর্তৃক সুবর্ণ ব্যক্তিদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

লাল দর্পণ।। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সুবর্ণ ব্যক্তিদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের এম.এস.এড শিক্ষার্থী মোছাঃ আজমেরী হোসেন জানান, সুবর্ণ ব্যক্তিদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রটি অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে। এখানে সারা দেশের বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের তৈরী করা পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় হবে। এ উদ্যোগটি নিঃসন্দেহে দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করবে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম