
লাল দর্প ণ।। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘সকল হত্যাকান্ড ও অন্যায়ের বিচার করা হবে, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন।’ তিনি সহিংসতার পথ ছেড়ে সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৫ আগস্ট সেনাবাহিনী সদর দপ্তরে দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে।
এসময় তিনি ছাত্র-ছাত্রীসহ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।