
জাকির হোসেন, (শার্শা) যশোর।। যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামে রহিমা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গ্রামবাসির ধারনা করছে মেয়েটি জেদের বসে অত্মহত্যা করেছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টার সময় স্কুল ছাত্রী রহিমা খাতুন (১৪) তার নিজ বাড়িতে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মৃত্যু বরন করেছে বলে জানা গেছে। নিহত রহিমা খাতুন শ্যামলাগাছী (উত্তরপাড়া) গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলাম এর কন্যা। সে শার্শা পাইলট বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গ্রামবাসী এবং প্রতিবেশীরা জানান,মেয়েটি অনেক জেদী, সকালে তার মায়ের সাথে কথা কাটাকাটি করে সে এ কাজটি করেছে বলে আমাদের ধারনা। ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ স্কুল ছাত্রী রহিমার লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও মেয়েটির মৃত্যূর কারণ আত্মহত্যা হিসাবে ধারণা করছি তবে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। কেন এবং কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুলিশী তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
Attachments area