শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।। “খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় মুজিববর্ষ উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে কালিগঞ্জ ফুটবল একাদশ বনাম পন্ডিতপুর ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর রবিবার বিকালে শার্শা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্ব›দ্বীতা ম্যাচে নির্ধারিত সময়ের প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় পন্ডিতপুর ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুব্রত রায়ের করা গোলে দল এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে ২৫ মিনিটের মাথায় পন্ডিতপুর ফুটবল একাদশের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম হোসেন দ্বিতীয় গোল করে ফুটবল একাদশকে এগিয়ে নেন।

টানটান উত্তেজনাকর এ ম্যাচে কালিগঞ্জ ফুটবল একাদশের খেলোয়াড়রা গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠেন। খেলার শেষ মূহুর্তে কালিগঞ্জ ফুটবল একাদশের অধিনায়ক ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ রনি একটি গোল করেন। পরে গোল পরিশোধ করতে না পারায় পন্ডিতপুর ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে। উক্ত খেলায় ফুটবলপ্রেমী শতশত দর্শক খেলা উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মুকুল, শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকরাম হোসেন, কাশিপুর বাজার কমিটির সভাপতি শরিফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক শাহানুর আলম সুমন, আওয়ামীলীগ নেতা ডাঃ আনিসুর রহমান, আবু হানিফ, সাংবাদিক নূর ইসলাম তরফদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় পন্ডিতপুর ফুটবল দলের সুব্রত রায় সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম