
জাকির হোসেন, (শার্শা) প্রতিনিধি।। শার্শা পল্লী বিদ্যুৎ-১ অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ৭৫ বোতল ফেন্সিডিল এবং একটি প্রাইভেটকার সহ ২ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার (১৭এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার (এসআই) এটিএম তারিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে শার্শা পল্লী বিদ্যুৎ-১ অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এবং একটি প্রাইভেটকার সহ দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, অভয়নগর থানাধীন গুয়াখোলা গ্রামের মৃত সহিদুল্লাহ খানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩২) ও ড্রাইভারপাড়া বৌ বাজারের বাসিন্দা মোঃ মাসুদ মোল্যার স্ত্রী মোছঃ রেকসানা বেগম (২৮)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) এটিএম তারিকুল ইসলাম ফেন্সিডিল, প্রাইভেটকার সহ দুই জনকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। এই বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়েছে।