শার্শায় এক সন্তানের জননীর আত্মহত্যা 

জাকির হোসেন, শার্শা, যশোর।। যশোরের শার্শার কাশিয়াডাঙ্গা বুরুজবাগান গ্রামের ভাড়া বাসায় কেয়া বেগম (২০) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৪ মার্চ) সন্ধার সময় কেয়া খাতুন (২০) তার নিজ বাড়িতে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মৃত্যু বরন করেছে বলে জানা গেছে। নিহত কেয়া কাশিয়ানি বুরুজবাগান গ্রামের ফারুক হোসেনের কন্যা।

কেয়ার পিতা ফারুক হোসেন জানান, আমার মেয়ে নামাজ পড়তে যাওয়ার কথা বলে ঘরে যায় কিন্তু তার ফিরতে দেরি হচ্ছে দেখে দরজায় নক করি, দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের আড়ার বাঁশে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে নামিয়ে শার্শা উপজেলা কমপ্লেক্সে নিলে, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে শার্শা থানা পুলিশ মৃত কেয়ার লাশ থানায় নিয়ে এসেছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির মৃত্যূতে থানায় অপমৃত্যুর সাধারণ ডায়রি হয়েছে। লাশটি আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হবে। কেন এবং কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুলিশী তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম