শার্শায় ইউপি সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান জজ মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।।আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান ইউপি সদস্য ও আবারও মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক কামরুজ্জামান জজ মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতিমধ্যে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাসহ দোয়া কামনা করছেন। সর্বদা তিনি ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা করছেন বলে বলে একাধিক ভোটাররা জানিয়েছেন।

ডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে রোল মডেল করতে অসমাপ্ত কাজগুলি সমপন্ন,সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে বাস্তায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক করে মানুষের দোয়া,ভালবাসা এবং সমর্থন কামনা করেন এই সমাজ সেবক।

এসময় উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন কৃষকলীগ সভা ও মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি রকমান প্রধানিয়া,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিনু, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,আশু শিকদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম