শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

তবে এ সময় বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পাশাপাশি বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সচল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। তিনি বলেন, “দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে ১৫ অক্টোবর ছাড়া অন্যান্য সবদিন কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, “পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা চারদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, “পূজার ছুটির কারণে বেনাপোল দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”

এদিকে টানা ৪ দিন আমদানি ও রপ্তানি বন্ধে বেনাপোল-পেট্রাপোল বন্দর এলকায় ব্যাপক পণ্য জটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২০০ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন সরকারের ২৫ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আসে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম