লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন -এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লাল দর্পণ।। ৩০ আগস্ট বৃহস্পতিবার লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন -এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। শোকের মাস আগষ্ট -এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করেছে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
লালমনিরহাট ১৫বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ -এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি রংপুর সেক্টরের ডেপুটি রিজিওয়ন কমান্ডার কর্ণেল আহমেদ জামিউর ইসলাম। ১৫বিজিবির আনুষ্ঠানিক যাত্রা, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, সীমান্ত রক্ষা, চোরাচালান দমন, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন উপ-অধিনায়ক মেজর জিয়া। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন.এম. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, গেরিলা লিডার ড. এস.এম. শফিকুল ইসলাম কানু সহ জেলার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম