
লাল দর্পণ।। ২১ অক্টোবর রবিবার নদী পরিদর্শন ও নদী রক্ষা কমিটির মতবিনিময় সভায় যোগ দিতে লালমনিরহাট আসছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার এবং কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন।
‘নদী ঘোরাও নদীর পথে’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী (রাজশাহী ও রংপুর বিভাগ) সবুজ আলী আপন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২১ অক্টোবর রবিবার রাতে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ও কমিশনের সার্বক্ষণিক সদস্য লালমনিরহাট সার্কিট হাউজে অবস্থান করবেন এবং পরদিন (২২ অক্টোবর) সকালে ধরলা, স্বর্ণামতী, সতী, সাকোয়া, মালদহ, রতœাই সহ কয়েকটি নদ-নদী পরিদর্শন করবেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নদী রক্ষা কমিটির সদস্য বৃন্দ, ভুক্তভোগী, সুবিধাভোগী, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।