
লাল দর্পণ।। ২৮ নভেম্বর রবিবার লালমনিরহাট সদর উপজেলায় ৯টি ইউনিয়নে এবং কালীগঞ্জ উপজেলায় ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লালমনিরহাট সদর উপজেলায় ৪ জন নৌকা প্রার্থী ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী এবং কালীগঞ্জ উপজেলায় ৩ জন নৌকা প্রার্থী ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জ উপজেলায় ১টি ইউনিয়নের ফলাফল অমিমাংসিত রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী ৪টি ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী ৫টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কুলাঘাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী (আনারস), তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ প্রার্থী মোঃ শাহজাহান আলী সরকার (নৌকা)। খুনিয়াগাছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ.এস.এম খায়রুজ্জামান মন্ডল (ঘোড়া), নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মোঃ জুলফিকার আলী (লাঙ্গল)। গোকুন্ডা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ সরকার টোটন (আনারস), নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ প্রার্থী গোলাম মোস্তফা স্বপন (নৌকা)। পঞ্চগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক বসুনিয়া (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন (আনারস)। বড়বাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান হবি (ঘোড়া), নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ প্রার্থী এস.এম আশরাফুল হক মিঠু (নৌকা)। মহেন্দ্রনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ মজিদ (আনারস), নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ প্রার্থী মোঃ খলিলুর রহমান (নৌকা)। মোগলহাট ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ হাবিবুর রহমান (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ শহিদুল্লাহ (ঘোড়া)। রাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ মোহন্ত (আনারস)। হারাটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ সিরাজুল হক খন্দকার (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হাকিম (ঘোড়া)।
কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী ৩টি ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী ৪টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। সমান সংখ্যক ভোট পাওয়ায় ১টি ইউনিয়নের ফলাফল অমিমাংসিত রয়েছে। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- তুষভান্ডার ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নুর ইসলাম আহমেদ (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজেদা বেগম (মোটরসাইকেল)। চলবলা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মিজানুর রহমান মিজু (নৌকা), নিকটতম নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাপ হোসেন (মোটর সাইকেল)। কাকিনা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী তাহির তাহু (নৌকা), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম হুমায়ুন কবির (আনারস)। ভোটমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন (মোটর সাইকেল), নিকটতম নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আহাদুল হোসেন চৌধুরী (নৌকা)। মদাতী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বিপ্লব (মোটরসাইকেল), নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ প্রার্থী আব্দুল কাদের (নৌকা)। দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন (আনারস), নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ। গোড়ল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমীন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাহামুদুল ইসলাম (নৌকা)।
চন্দ্রপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাহাবুবর রহমান (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম উভয়ে সমানসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল অমিমাংসিত রয়েছে। তারা ঊভয়ে ৮ হাজার ৯৪০টি করে ভোট পেয়েছেন।