
স্টাফ রিপোর্টার ।। ২৬ জুন মঙ্গলবার লালমনিরহাট বার্তা’র সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু’র মাতা মেহেরুন নেছার ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালাগাড়া গ্রামে তার বাড়ীতে কোরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। এতে মরহুমার পুত্র বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা এ কে এম সিরাজুল ইসলাম, লালমনিরহাট বার্তা’র সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এস এম মনওয়ারুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর ইসলাম, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, চাপারহাট এস কে ডিগ্রী কলেজের প্রভাষক বদরুল ইসলাম, কুমড়ীরহাট হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কামরুল ইসলাম, কালীগঞ্জ করিম উদ্দীন পাবলিক ডিগ্রী কলেজের প্রভাষক রবিউল ইসলাম সহ কন্যা, পুত্রবধু, নাতি-নাতনী, আতœীয়স্বজন ও আমন্ত্রিত ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
মরহুমা মেহেরুন নেছার স্বামী মরহুম অলি উদ্দীন আহমেদ পাকিস্থান আমলে গোড়ল ইউনিয়নের প্রেসিডেন্ট ও আওয়ামীলীগের কালীগঞ্জ থানা শাখার সহ-সভাপতি ছিলেন। মরহুম অলি উদ্দীন আহমেদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তিনি পাকিস্থান আমলে কারাবন্দী হয়েছিলেন।