লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম-এর দাফন সম্পন্ন

লাল দর্পণ।। লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পিপি রোটারিয়ান মোঃ ময়নুল ইসলাম (৬৫) অসুস্থ্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৫ জানুয়ারী বুধবার বিকাল ৪ টা ১৫ মিনিটে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ময়নুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা জাতীয় পার্টির পক্ষে অ্যাড. নজরুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী মোঃ ময়েজুল ইসলাম ময়েজ, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এন্তাজুর রহমান, লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ড. মোঃ আশরাফুজ্জামান মন্ডল সহ আরও অনেকে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম