
লাল দর্পণ ।। ৭ সেপ্টেম্বর শুক্রবার লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ আয়োজিত বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রাম জেলা পুলিশ ৩-২ সেটে রংপুর রিজার্ভ পুলিশ (আর.আর.এফ) কে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছে।
সন্ধ্যায় পুরস্কার বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
সংক্ষিপ্ত বক্তব্যকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে উজ্জ্বীবিত করে। খেলার মাঝে তাদেরকে ব্যস্ত রাখতে পারলে নিজেদের পাশাপাশি দেশের জন্যও তারা কল্যাণ বয়ে আনবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সার্কেল-সদর) আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম প্রমুখ।
এসময় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।