
লাল দর্পণ।। ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড -এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সভা পরিচালনা করেন জেলার এ-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ড. মোঃ কামরুল হাসান প্রিন্স সহ লালমনিরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কল্যাণ সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার প্রত্যেক সদস্যের দাবি ও পরামর্শ সমুহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।