
স্টাফ রিপোর্টার ।। ৩১ মে বৃহস্পতিবার লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার রশিদুল হক -এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, জেলা আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিকাশ চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।