
লাল দর্পণ।। লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রæয়ারি রবিবার সকাল ১১ টায় উত্তর গোবধা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি’র লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব। বিশেষ অতিথি ছিলেন উত্তর গোবধা দাখিল মাদ্রাসার সুপার আ.ন.ম. ইউনুছ আলী এবং বিশিষ্ট গবেষক ও লাল দর্পণ সম্পাদক ড. মোঃ আশরাফুজ্জামান মন্ডল।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ।
সমাবেশে বক্তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা তুলে ধরেন এবং নারীদের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।
সমাবেশে ইউনিয়নের শতাধিক নারী অংশগ্রহণ করেন। সমাবেশের শেষ পর্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন মোছাঃ ফিরোজা বেগম, মোছাঃ আমিনা বেগম এবং মোছাঃ ফরিদা বেগম। বিজয়ীরা সকলেই গৃহিনী।