
লাল দর্পণ।। ৩ আগস্ট মঙ্গলবার লালমনিরহাট জেলায় নতুন করোনা পজিটিভ কেস – ২৬ (সদর- ১৫, আদিতমারী- ৪, কালীগঞ্জ- ২, হাতীবান্ধা- ৩, পাটগ্রাম- ২)। রেপিড এন্টিজেন টেস্ট- ৭৫, যার মধ্যে পজিটিভ- ৮, জীন এক্সপার্ট মেশিনে টেস্ট- ৯, যার মধ্যে পজিটিভ- ৬। আরটিপিসিআর টেস্ট- ১৯, যার মধ্যে পজিটিভ- ১২।
লালমনিরহাট জেলায় এ পর্যন্ত রোগী শনাক্ত ২৩২৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ- ২ জন (পাটগ্রাম)। মোট সুস্থ ১৯০৪ জন। গত ২৪ ঘন্টায় মৃত- নাই। মোট মৃত- ৫৪ জন। মোট নমুনা সংগ্রহ- ১০৫৩০।
মোট ফলাফল পাওয়া গেছে ১০৪৯০। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন- ১৩০ জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন-১৮৪৫ জন (সদর- ১০৮০, আদিতমারী- ২৪৫, কালীগঞ্জ- ২৬৫, হাতিবান্ধা- ১৬৫, পাটগ্রাম- ৯০)। এ পর্যন্ত কোয়ারেন্টাইন- ১১৮১২ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে- ২৬, বর্তমানে আইসোলেশনে আছেন- ৩৬৯ জন (হোম- ৩৪৫ ও প্রাতিষ্ঠানিক- ২৪) । এ পর্যন্ত আইসোলেশন – ২৩২৬ জন।
সিভিল সার্জন অফিস লালমনিরহাট এর সহকারি প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।