লালমনিরহাট জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পলিত হলো শারদীয় দুর্গাপূজা

লাল দর্পণ।। লালমনিরহাট জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পলিত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজামন্ডপ গুলোতে বিভিন্ন বয়সী ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মন্ডপ দর্শনে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনেরও উপস্থিতির ছিল চোখে পড়ার মতো।

এ বছর লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৪০৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।

পাঁচ দিনের মূল উৎসবের আজ ১৫ অক্টোবর শুক্রবার ছিল বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হলো দূর্গা পূজার।

পূজা চলাকালে এবং পূজা পরবর্তী সময়েও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীগুলোর সজাগ দৃষ্টি থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম