
লাল দর্পণ।। আজ ১৪ জুলাই শনিবার লালমনিরহাট জেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১ লাখ ৮৬ হাজার ১শ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১১ জুলাই লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা: কাশেম আলী জানান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও লাইন ডাইরেক্টর ন্যাশনাল নিউট্রেশন সার্ভিসেস, স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় লালমনিরহাট জেলায় ১ হাজার ১শ ২৬টি কেন্দ্রে ৩৭৬ জন স্বাস্থ্য কর্মী, ২১০ জন পরিবার পরিকল্পানা কর্মী এবং ২ হাজার ২শ ৫২ জন স্বেচ্ছাসেবক কর্মীর মাধ্যমে ৬-১১ মাস বয়সী ১৯ হাজর ১শ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কার্মচারী বৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।