লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সাংবাদিক ওলিউর রহমান রাজু’র দাফন সম্পন্ন

লাল দর্পণ।। লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা ওলিউর রহমান রাজু (৫০) গত ১ ডিসেম্বর বুধবার দুপুরে জেলখানা রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু কলোনী সংলগ্ন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন ইনকিলাব পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মওলানা আইয়ুব আলী। সকাল ১০টায় লালমনিরহাট প্রেস ক্লাবে ২য় জানাজা শেষে তার লাশ লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

তার নামাজে জানাযায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

সাংবাদিক ওয়ালিউর রহমান রাজুর মৃত্যুতে লাল দর্পণ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা সহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম