লালমনিরহাট: করোনায় মৃত্যু ১ জনের, নতুন আক্রান্ত ২০ জন

লাল দর্পণ।। ২৬ জুলাই সোমবার লালমনিরহাট জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে আক্রান্ত হয়েছেন ২০ জন। জেলায় কেরোনায় ১ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।

রেপিড এন্টিজেন্ট টেস্ট হয়েছে ৯১ জনের। এদের মধ্যে পজেটিভ ১৪ জন। আরটিপিসিআর টেস্ট হয়েছে ২৭ জনের। এদের মধ্যে পজেটিভ ০৬ জন। শনাক্তদের মধ্যে সদরে ০৯ জন, আদিতমারীতে ০২ জন, কালীগঞ্জে ০৭ জন, হাতীবান্ধায় ০১ জন ও পাটগ্রামে ০১ জন।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, এ পর্যন্ত লালমনিরহাট জেলায় মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১শত ১৭ জন । মোট সুস্থ হয়েছেন ১হাজার ৬শত ৩৭ জন। মোট মৃত্যুবরণ করছেন ৫২ জন। মোট নমুনা সংগ্রহ ৯ হাজার ৫শত ৮০ জনের এবং নমুনার ফলাফল পাওয়া গেছে ৯ হাজার ৫শত ৫৪ জনের।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম