লালমনিরহাটে ৭ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীর স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রæতি

লাল দর্পণ ।। লালমনিরহাটের হাতীবান্ধায় শপথ বাক্য পাঠ করে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন ৭জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। তারা দইখাওয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামের নিকট স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ চেয়ে ক্ষমা প্রার্থনা করলে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ জুলাই মঙ্গলবার দুপুরে জাওরানী বিজিবি ক্যাম্পে তাদেরকে শপথ বাক্য পাঠ করান জাওরানী বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ও ক্কারী শেখ সাদী।
স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রæতিতে শপথবাক্য পাঠকারী ৭ জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী হলেন- হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে আবু হানিফ (৩২), একই গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে শরিফুল ইসলাম (২৫), দক্ষিণ জাওরানী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মফিজুল ইসলাম (৩০), দইখাওয়া গ্রামের আজগার আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), একই গ্রামের নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫), আমঝোল গ্রামের আব্দুল লতিফের ছেলে মাইদুল ইসলাম (২৫) ও কালীগঞ্জ উপজেলার ঘোঙ্গাগাছ গ্রামের শহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৫)।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া, বিজিবি’র বুড়িরহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবু চন্দ্র বড়ুয়া, জাওরানী বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার দশরত বৈরাগী প্রমুখ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম